গাজীপুরে নির্বাচনী লড়াইয়ের সূচনা, চার আসনে ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ AM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার চারটি সংসদীয় আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র এবং একজন প্রার্থী সিডি সংগ্রহ করেছেন। এর মধ্য দিয়ে নির্বাচনী মাঠে অংশগ্রহণের বিষয়টি আরও স্পষ্ট হলো।রবিবার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র ও সিডি সংগ্রহ করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুর-১ থেকে গাজীপুর-৪ আসন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ও মো. আতিকুর রহমান। গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা এম এ হানিফ সরকার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ আসনে জামায়াতে ইসলামী মনোনয়নপত্র সংগ্রহ না করলেও সিডি সংগ্রহ করেছে।
গাজীপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রফেসর আবুল হাসেম এবং মেজর (অব.) সফিউল্লাহ মিঠু।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মনজুরুল করিম রনি বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে। তবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে রয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট সুলতান উদ্দিন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সাবেক সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, যুবদল নেতা ফরহাজ বিন প্রবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা এম এ হানিফ সরকারের সঙ্গে ছিলেন দলের মহানগর ও থানা পর্যায়ের নেতারা। এতে বোঝা যায়, দলটি গাজীপুর-২ আসনে সংগঠিতভাবে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।