এনসিপির রাজনীতি থেকে সরে দাড়াঁনোর ঘোষণা হাসনাতের সহযোগী নাজমুলের

২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ AM
হাসনাত আব্দুল্লাহ ও মো. নাজমুল হাসান নাহিদ

হাসনাত আব্দুল্লাহ ও মো. নাজমুল হাসান নাহিদ © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহর সহযোগী মো. নাজমুল হাসান নাহিদ। ৫ আগস্টের পর থেকে তিনি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় দেখা যেত।

নাজমুল হাসান নাহিদ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক এবং দেবিদ্বার উপজেলার সদরের ছোট আলমপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি তার বিরুদ্ধে নিজের সংগঠন যুবশক্তি কারণ দর্শানোর নোটিশ জারি করে। 

নোটিশে দেবিদ্বার উপজেলা কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়। অভিযোগের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয় তাকে। এ ঘটনার পর নাজমুল হাসান নাহিদ নিজের ফেসবুকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

গতকাল ১৯ ডিসেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, ‘এ মুহূর্ত থেকে এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমাকে যে কেউ প্রশ্ন করতে পারেন।’

অন্য একটি পোস্টে তিনি আরও লেখেন, সম্মানের জায়গা যেখানে নাই, সেখানে পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না।

১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬