‘আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাইখেন’—হাদির পুরোনো ভিডিও ভাইরাল

 ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের পডকাস্টে ওসমান হাদি
ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের পডকাস্টে ওসমান হাদি  © টিডিসি সম্পাদিত

গুলিবিদ্ধ হয়ে গুরুতর অববস্থায় চিকিৎসাধীন রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এরইমধ্যে ওসমান হাদির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেছিলেন, ‘আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন’। এ ভিডিওটি অনেকে শেয়ার করে তার সুস্থতার জন্য দোয়া করছেন।

ওসমান হাদি পডকাস্টে বলেন, ‘এই জুলাইয়েও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাতে না পারি, আগামী ১০০ বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রে বাঁচাতে গিয়ে আর জীবন দেওয়ার সাহস পাবে? রাষ্ট্র বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে। রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে। কিন্তু কিছু ছেলেমেয়ে তো থাকা দরকার, তারা তাদের জীবনের চেয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করবে।’

তিনি বলেন, ‘আমাদের জীবনটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সপে দিয়েছি। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।’

আরও পড়ুন: ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে বার্মিংহামে নেওয়া হতে পারে

শরিফ ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আন্তর্জাতিক মুখপাত্র ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ওসমান হাদির অবস্থা জানিয়ে পোস্ট করেন।

ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পোস্টে লিখেছেন, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল—দুই পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে। কুইন এলিজাবেথ হাসপাতালের ট্রমা নিউরোসার্জারির কনসালট্যান্ট নিউরোসার্জন হাদিকে সিঙ্গাপুর থেকে বার্মিংহামে নেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন।’

তিনি বলেন, ‘হাদিকে বিমানে নেওয়া কতটা নিরাপদ হবে—এই বিষয়টি চিকিৎসকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কনসালট্যান্ট পর্যায়ে খুব সতর্কতার সঙ্গে ঝুঁকি মূল্যায়ন করা হচ্ছে। একটুও তাড়াহুড়ো নয়, কারণ প্রতিটা সিদ্ধান্তই হাদির জীবনের সঙ্গে জড়িত।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!