সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান ছাত্রশিবিরের

১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ AM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লোগো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লোগো © সংগৃহীত

বর্তমান প্রেক্ষাপটে জাতি একটি সংবেদনশীল সময় অতিক্রম করছে। জুলাইয়ের পক্ষের সকল শক্তির মধ্যে সুপরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি নানা এজেন্ট ও চক্র সক্রিয়ভাবে কাজ করছে বলে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি। বিভ্রান্তি ছড়ানো, পারস্পরিক অবিশ্বাস তৈরি এবং গণআকাঙ্ক্ষাকে দুর্বল করার এই অপচেষ্টা জাতীয় স্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এমতাবস্থায় সংকট মোকাবিলায় জাতীয় এক্য গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

রবিবার (১২ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা দূর করে জাতি যখন বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন একটি মহল সুপরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা ও জুলাইয়ের শক্তির মধ্যে বিভাজ সৃষ্টির চেষ্টা করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল পক্ষ ঐক্যবদ্ধ থাকা। রাজনৈতিক বৈচিত্র‍্যের কারণে দলগুলোর মধ্যে ভিন্নমত থাকা গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হলেও মৌলিক জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও বিভাজন তৈরি করা জাতির জন্য সুখকর কোনো বিষয় নয়। জুলাই আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইতোমধ্যে জুলাইয়ের শক্তির মধ্যে বিভাজনের সুযোগ নিয়ে দেশে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণসহ জুলাই যোদ্ধাদের টার্গেট করে হুমকি প্রদান, জনসমাগমস্থলে ও আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা এবং ভারত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, টিভি টকশোতে পতিত ফ্যাসিস্ট শক্তির আস্ফালন সামগ্রিক রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করছে। সরকারের নিস্ক্রিয়তা সন্ত্রাসীদের সবুজ সংকেত দিয়েছে। এই সন্ত্রাসী দৌরাত্ম্য দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিবেশকে আরও ত্বরান্বিত করবে।”

নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম অথবা প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে পরস্পরের প্রতি বিষাদগার, সন্দেহ-সংশয় তৈরি ও অবিশ্বাস পতিত ফ্যাসিবাদের হাতকেই শক্তিশালী করবে। এমতাবস্থায় সকল রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অংশীজনকে সংবেদনশীল, দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করছি। একই সাথে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনজীবনে স্বাভাবিক করতে সম্ভাব্য সকল কঠোর ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান করছি। সর্বোপরি, আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সকল নাগরিককে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9