‘আপনার জন্য হাজার-হাজার কর্মী জীবন দিতেও প্রস্তুত তারপরেও আপনার ভয় কিসের’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ১২:১৭ PM
সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, আপনি লন্ডনে থাকলে আপনার কিংবা আপনার দল কোনটারই ভালো হচ্ছে না ৷ দেশে ফিরে দল থেকে মীরজাফরদের পরিস্কার করুন, দেশের হাল ধরুন৷ আমার বিশ্বাস আপনার জন্য হাজার-হাজার কর্মী জীবন দিতেও প্রস্তুত তারপরেও আপনার ভয় কিসের?
শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।
ফেসবুক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেন, ‘যতটুকু জানলাম খালেদা জিয়াকে নিয়ে আর কোন আশা দেখছেন না চিকিৎসকেরা! এখন মহান আল্লাহ্ যদি ওনাকে ফিরিয়ে দেন৷ সম্ভবত তারেক রহমানও খবরটা জানেন কিন্তু তারেক রহমানের দেশে যাবার কোন প্রস্তুতি দেখছি না ৷’
এসময় তিনি তারেক রহমানকে অভয় দিয়ে বলেন, তারেক রহমান আপনি দেশে গেলে কে মে'রে ফেলবে আপনাকে? প্রয়োজনে আপনার স্ত্রী-মেয়েকে লন্ডনে রেখে যান, সমস্যা কোথায়?