হেফাজতের নায়েবে আমির হাসপাতালে, সুস্থতা কামনা করে যা বললেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান  © ফাইল ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা তাজুল ইসলাম অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে জামায়াত আমির লিখেছেন, ‘চট্টগ্রামের ফিরোজশাহ মাদরাসার বড় হুজুর, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর হযরত মাওলানা তাজুল ইসলাম দামাত বারাকাতুহু অসুস্থ হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

আরও পড়ুন: দেশে ফিরতে বাধা হিসেবে যে বাস্তবতার কথা বললেন তারেক রহমান

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ওস্তাদের ওস্তাদ, দ্বীনের এই রাহবারকে মেহেরবানি করে সুস্থতার পূর্ণ নেয়ামত এনায়েত করুন। দ্বীনের খেদমতে তাঁর বাকি জিন্দেগি কবুল করুন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!