আজ মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী  © সংগৃহীত

কৃষক-মেহনতি মানুষের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৭ নভেম্বর)। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দিনটি উপলক্ষে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত তার সমাধিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

গণমানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করা মাওলানা ভাসানী ছিলেন দেশের অন্যতম প্রভাবশালী ও দূরদর্শী নেতা। নিপীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান, মানবিক রাজনীতি এবং জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণের বিরল সাহস তাকে জনগণের হৃদয়ে অমর করে রেখেছে।

প্রয়াণের প্রায় পাঁচ দশক পরও মাওলানা ভাসানী দেশের রাজনীতি, গণআন্দোলন ও ন্যায়বিচারের সংগ্রামে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে আছেন।


সর্বশেষ সংবাদ