স্মারকলিপি প্রদান

নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হচ্ছেন জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের নেতাকর্মীরা

মিছিল নিয়ে জড়ো হচ্ছেন খেলাফত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা
মিছিল নিয়ে জড়ো হচ্ছেন খেলাফত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা  © টিডিসি সম্পাদিত

নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দল। এরই মধ্যে রাজধানীর শেরে বাংলানগরের আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন জামায়াতসহ দলগুলোর নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিইসি ড. এ এম এম নাসির উদ্দিনের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার কথা রয়েছে।

এদিকে সাড়ে ১০টা থেকে রাজধানীর শেরে বাংলানগরের আগারগাঁও মোড় (মেট্রোরেল স্টেশন) থেকে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা । 

আট দলের দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


সর্বশেষ সংবাদ