জাতীয় বার্ষিক সভা © টিডিসি ফটো
চলতি বছর ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’ নামের ছাত্রসংগঠনটি। গত সম্প্রতি ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ভরাডুবির পর আত্মপ্রকাশের আট মাসের মাথায় এসে তাদের নাম পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল।
জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতাদের নিয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুপ্রেরণায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা বাগছাস দলটির স্বীকৃতি না পেলেও নেতাকর্মীরা বলছেন, এখন তারা এনসিপির পুরনো প্ল্যাটফর্ম ‘ছাত্রশক্তি’ নামে ফিরছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টেবার) সন্ধ্যায় শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে। তবে এনসিপির পুরনো প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নয়, ‘জাতীয় ছাত্রশক্তি’তে রূপান্তরিত হলো ‘বাগছাস’।
ছাত্রসংগঠনটির নতুন নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।