যুক্তরাষ্ট্রে আখতারকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা জামিনে মুক্ত

যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর যুবলীগ নেতা মিজানুর রহমানকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান
যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর যুবলীগ নেতা মিজানুর রহমানকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান  © সংগৃহীত

নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা মিজানুর রহমান মুক্তি পেয়েছেন। দেশটির কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৯টায় তাকে জামিনে মুক্তি দেন। 

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিজানকে ফুল দিয়ে বরণ করে স্লোগান দেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফোন করে অভিবাদন জানিয়েছেন জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আদালতে বিচারকের সামনে হাজির করার কথা ছিল রাত ১১টায়। আওয়ামী লীগের নেতাকর্মীর ভিড় এড়াতে সাড়ে ৮টায় বিচারকের সামনে হাজির করেন।’

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত জামিনে মুক্তি দেন। আগামী মাসে আদালতে যাওয়ার জন্য তারিখ দিয়েছেন। আমার নামে মামলা করা জাহিদ খানকে চিনিও না। আমার ধারণা, এয়ারপোর্টের ঘটনায় পরিকল্পিতভাবে আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করানো হয়েছে।’

ঘটনার ৫ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস থেকে মিজানকে গ্রেপ্তার করে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী গিয়াস আহমেদ ও কুষ্টিয়া জেলা সমিতি-ইউএসএ’র সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে টেনে নেওয়া সেই কর্মকর্তা ‘ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা’, ভূমিকা নিয়ে প্রশ্ন

নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে এনসিপির আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান চৌধুরীর বাড়ি সিলেটের জকিগঞ্জে। যুক্তরাষ্ট্রপ্রবাসীরা এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। হামলার সময় তিনি আখতারের পাশেই ছিলেন।


সর্বশেষ সংবাদ