গণঅধিকার পরিষদ, জামায়াত ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ PM
আজিজুর রহমান

আজিজুর রহমান © টিডিসি

গণঅধিকার পরিষদ এবং জামায়াতের যুব সংগঠন ঘুরে অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সুন্দরগঞ্জের আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

গাইবান্ধা জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে বলেন, ‘আজিজুর রহমান দিন দিন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু জবাব না পাওয়ায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি আমাদের দলে যোগ দিয়েছিলেন।’

জানা গেছে, আজিজুর রহমান রাজনৈতিক জীবন শুরু করেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়কারী হিসেবে। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের দহবন্দ ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

এসব বিষয়ে আজিজুর রহমান সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমাকে দলের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব কিছু পরিষ্কার করব।’ তিনি জানান, এনসিপিতে যোগদানের আগে তিনি গণঅধিকার পরিষদ ও জামায়াতের যুব বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ‘একাধিক রাজনৈতিক সংগঠন ঘুরে এনসিপিতে যোগ দেওয়া এবং এরপর দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ—এ ধরনের ঘটনা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য মারাত্মক সংকেত হিসেবে ধরা হয়।’

পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসির ওপর আস্থা নেই, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভাবার সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
‎বেরোবিতে দুদকের অভিযান, মিলেছে নিয়োগ জালিয়াতির প্রাথমিক সত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শেষ দিনে ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল, দেখুন তালিকা
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9