বন্ধুর পার্টিতে যোগ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ৩৯ কিশোর, জেরা শেষে মুক্তি

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ AM
নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোরকে আটক

নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোরকে আটক © টিডিসি ফটো

ফেনীর ফুলগাজীতে বন্ধুর প্রবাস গমন উপলক্ষ্যে আয়োজিত পার্টিতে যোগ দেওয়ায় ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোরকে আটক করে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে এ ঘটনা ঘটে। রাতভর জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী আগামী ১৩ সেপ্টেম্বর জীবিকার তাগিদে বিদেশে যাচ্ছেন। প্রবাসে যাওয়ার আগে তিনি বন্ধুদের নিয়ে ওই কনভেনশন হলে খাওয়া-দাওয়া ও আড্ডার আয়োজন করেন।

অনুষ্ঠান চলাকালীন সময়ে ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কয়েকজন স্থানীয় নেতা উপস্থিত কিশোরদের ‘নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী’ বলে সন্দেহ করেন এবং পুলিশকে খবর দেন। তখন ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া থেকে আসা ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ জন কিশোর সেখানে অবস্থান করছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পরে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই শেষে ভোর সোয়া ৪টার দিকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা, ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এক কিশোরের অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে কেবল বন্ধুর বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। কিন্তু কোনো কারণ ছাড়াই তাকে আটক করে ছাত্রলীগ সাজানোর চেষ্টা করা হয়েছে।’

অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা গোলাম রসুল গোলাপ জানান, কিশোরদের মধ্যে একজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। সে প্রবাসে যাওয়ার আগে এ আয়োজন করেছিল। তবে টাকা দাবি বা অতিরিক্ত কোনো অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আটক কিশোরদের কারো বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই। অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। যাচাই-বাছাই করে দেখা গেছে, অধিকাংশ কিশোরের পরিবার স্থানীয় বিএনপির সমর্থক। তাই ভোরে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। 

 

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9