গণঅভ্যুত্থানের পর ছাত্রদলের ৩০ ধর্ষণের খবর, অভিযোগ শিবির নেতা সিবগার

সিবগাতুল্লাহ সিবগা
সিবগাতুল্লাহ সিবগা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে অন্তত ৩০টি ধর্ষণের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে সিবগা লিখেন, “জুলাই বিপ্লবের পরে এখন পর্যন্ত ছাত্রদলের ৩০টি ধর্ষণের খবর পত্রিকায় এসেছে। না জানি আর কত বোন মুখ লুকিয়ে বোবা কান্না করছেন।”

বর্তমানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সিবগা। তিনি তার স্ট্যাটাসের সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ কাটিংও শেয়ার করেন।

অভিযোগে আরও বলা হয়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের নারীদের হত্যা-ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, অনলাইনে বুলিং ও ছবি বিকৃত করা হচ্ছে। সিবগা লিখেছেন, “দল ও মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা রাজপথে আছি, ছিলাম, থাকব।”

নারীর সম্মান রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরো লিখেন, “নারীর সম্মান নষ্ট করা প্রতিটি কাপুরুষের বিরুদ্ধে জিরো টলারেন্স।”

উল্লেখ্য, সম্প্রতি ঢাবির নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছিলেন ঢাবির শিক্ষার্থী আলী হোসেন। ছাত্রদল দাবি করেছে, আলী হোসেন তাদের কর্মী নন, বরং শিবিরের কর্মী। একই সঙ্গে আলীর শাস্তির দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিও করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence