শাস্তি চান বিভাগের শিক্ষার্থীরা

‘সেই ছাত্র আগেও একাধিকবার নারীবিদ্বেষী আচরণ করছেন’

০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ PM
আলী হুসেন

আলী হুসেন © সংগৃহীত

ডাকসু নির্বাচনে রিটকারী নারী প্রার্থীকে নিয়ে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে স্ট্যাটাস দেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন।  পোস্টটি ভাইরাল হলে সেই শিক্ষার্থী ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেন তিনি। তবে সেই শিক্ষার্থী এর আগেও একাধিকবার নারীবিদ্বেষী আচরণ করছেন। ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক বিবৃতি দিয়ে শাস্তি চেয়েছেন ওই শিক্ষার্থীর। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিবৃতি শিক্ষার্থীরা বলেন, ‘আলি হুসেনের ন্যাক্কারজনক ফেসবুক পোস্টের তীব্র নিন্দা জানাচ্ছি। সমাজবিজ্ঞান ১৫তম ব্যাচের শিক্ষার্থী আলি হুসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নারীর প্রতি অবমাননাকর মন্তব্য এবং গণধর্ষণের মতো ন্যাক্কারজনক বক্তব্য দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এটি শুধু ঘৃণা নয়, বরং সমাজবিজ্ঞান শাস্ত্রের মূল মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী। 

তিনি অতীতেও একাধিকবার একই ধরনের অসংগতি ও নারীবিদ্বেষী আচরণ করেছেন। আমরা, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তার এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যেন তার বিরুদ্ধে অতিদ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট আবেদন করেছেন বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। পরে বিকেলে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এদিকে, বিকেলে রিট আবেদনকারী এই নারী প্রার্থীকে নিয়ে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে আলী হুসেন নামে এক ব্যক্তি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে এই ব্যক্তি ছাত্রশিবিরের রাজনীতি করেন বলে দাবি করে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়েছেন। তবে ছাত্রশিবির দাবি করছে, এটা তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। ছাত্রশিবিরের সঙ্গে এই ছেলের কোনো সম্পৃক্ততা নেই। আলোচনা-সমালোচনার মুখে ফেসবুকে লাইভে এসেও এই ব্যক্তি দাবি করেন, তিনি কোনো দলের সঙ্গে জড়িত নয়।

জানা গেছে, আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী, থাকেন সার্জেন্ট জহুরুল হক হলের।

বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর বাজেট সংকটে ইশতেহার বাস্তবায়নে সংশয়, হিসাব নেই ৩০ বছ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9