গ্রেপ্তারকে কখনো ভয় পাইনি, শেখ হাসিনার কাছে নত হইনি: এ্যানি

৩০ আগস্ট ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ PM
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

লক্ষ্মীপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‌‘আমরা যত প্রতিবাদী হয়েছি, ততবারই গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে কখনো ভয় পাইনি, আর শেখ হাসিনার কাছে নত হইনি।’

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম বিএনপির উদ্যোগে দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলা একটি নতুন ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে। তিনি প্রশ্ন তোলেন, কেন নুরুল হক নুরকে রক্তাক্ত করা হলো? কারা এ আঘাত করেছে? এ রহস্য উদঘাটন জরুরি।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য দুর্বল হয়ে পড়ায় ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়েছে। ঐক্যের ভেতরে যদি বিন্দুমাত্র ফাটল সৃষ্টি হয়, সুযোগটা নেবে ফ্যাসিস্টরা। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

এ্যানি বলেন, অত্যাচার ও দমনপীড়নের মাধ্যমে দেশে স্বাভাবিক রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গায়েবি মামলা, সাজানো মামলা, কারাগার, গুম আর খুন—এসব কিছুর মাধ্যমেই বিরোধী দলকে দমন করা হয়েছে। হামলা-মামলা-নির্যাতনের ভয়ে বিএনপি নেতা-কর্মীরা কখনো হাসিনার কাছে মাথা নত করেনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী এবং সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, আটক ৩
  • ১৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ চলতি মাসেই
  • ১৯ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল আজ, ভর্তি …
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ পরিদর্শকের মৌখিক পরীক্ষা ১ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউটিউব থেকে বাড়তি আয়ের ৩ কৌশল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9