বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় © সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিদ্যুৎ পরিদর্শক (৯ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd -এ পাওয়া যাবে।