শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জোনায়েদ সাকির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। শিক্ষক বেতনসহ অন্যান্য মর্যাদা নিশ্চিত করতে হবে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে ডাকা মহাসমাবেশে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, যে কোনো দেশের উন্নতির জন্য শিক্ষা প্রধান মাধ্যম। এই দেশের মানুষ আশা করেছিল তারা সমান সুযোগ সুবিধা পাবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থার কায়েম হবে। তবে স্বাধীনতার ৫৪ বছর পরেও শিক্ষকদের রোদে পুড়ে পুলিশের লাঠিচার্জ খেয়ে আন্দোলন করতে হয়। কোনো সরকারই যথার্থ শিক্ষানীতি তৈরি করতে পারেননি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার বুনিয়াদ। এটিকে গুরুত্ব না দিলে শিক্ষার মেরুদণ্ড ভঙ্গুর হয়ে যায়। কাজেই আমাদের প্রাথমিক শিক্ষায় আলাদা করে গুরুত্ব দিতে হবে।
শিক্ষকদের তিন দফা মেনে নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের বেতন দিয়ে তাদের সংসার চলে না। শিক্ষকরা যদি শিক্ষায় মনোনিবেশ না করতে পারেন তাহলে তারা কীভাবে শিশুদের শিক্ষা দেবেন?
এর আগে শনিবার ভোর থেকেই তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষকদের উপস্থিতিও বাড়তে থাকে। শহীদ মিনার এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সমাবেশে শিক্ষকরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে- বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পদোন্নতি এবং উন্নীত ও উচ্চতর স্কেল পৃথকীকরণ।