আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয়, জামায়াতের ভরাডুবি

২৯ আগস্ট ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয়

আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয় © সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলেই জয় পেয়েছেন বিএনপিপন্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেল। নির্বাচনে একই সঙ্গে ভরাডুবি হয়েছে জামায়াতপন্থী প্যানেলের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১৭২ ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদে বিএনপিপন্থী প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ৬০০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী প্যানেলের প্রার্থী এ হাফিজ মোল্লা পেয়েছেন ৩০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থী প্যানেলের অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ৭১৮ ভোট পান, বিপরীতে জামায়াতপন্থী প্রার্থী অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া ১২৮ ভোট পান।

নির্বাচনের অন্যান্য পদে বিজয়ীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি কাজী আ. গাফ্ফার (৬৯৭ ভোট), সহ-সভাপতি সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট), যুগ্ম সম্পাদক ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট), কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান (৬৫৫ ভোট), আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট), লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান (৫৯০ ভোট), ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম (৬৪৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান (৫৭২ ভোট), সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল (৬০০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ (৫৮৫ ভোট)।

সদস্য পদে বিজয়ীরা হলেন ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট), দেওয়ান আশরাফুল (৭৩৪ ভোট), তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট) এবং আবু রায়হান (৬৯৪ ভোট)। জামায়াত সমর্থিত প্যানেল থেকে একমাত্র সদস্য পদে আফরোজা জাহান ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬