আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৮ মে ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
চিন্ময় দাস

চিন্ময় দাস © সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একইসঙ্গে আরেকটি নাশকতার মামলায় তাকে পৃথক আরেকদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৩ সালের ২৬ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গ্রেপ্তারের পর ইসকন অনুসারীরা বিক্ষোভে নামে। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এবং দুপুরের পর আদালত এলাকার মসজিদ, দোকান ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ওইদিন বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ২৯ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। একই ঘটনায় পুলিশসহ একাধিক ব্যক্তি আরও চারটি মামলা করেন।

ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে ইসলামী ব্যাংক, আব…
  • ০২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংস্থার অভিযানে দুই বেকারি…
  • ০২ জানুয়ারি ২০২৬
গুগল জেমিনি দিয়ে সহজেই তৈরি করুন ছবি ও ভিডিও
  • ০২ জানুয়ারি ২০২৬
সাদাপাথর লুটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা ফিরে পেলেন পদ
  • ০২ জানুয়ারি ২০২৬
সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!