গাজীপুরে আপ বাংলাদেশের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা — আহ্বায়ক নোমান, সদস্য সচিব নুমান

আবু সাঈদ মো. নোমান ও আসাদুল্লাহ নুমান
আবু সাঈদ মো. নোমান ও আসাদুল্লাহ নুমান  © টিডিসি

গাজীপুর মহানগরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের অফিসিয়াল পেজে এ কমিটি প্রকাশ করা হয়। প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশে কমিটি অনুমোদন করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী আবু সাঈদ মো. নোমান এবং সদস্য সচিব করা হয়েছে আসাদুল্লাহ নুমানকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আটজনকে এবং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সাতজনকে। নবঘোষিত এই কমিটি ৬৩ সদস্য বিশিষ্ট, যেখানে স্থান পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ব্যক্তিরা। তারা জুলাই স্পিরিটকে ধারণ করে এখনও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।

এর আগে গাজীপুর মহানগর কমিটি গঠনের জন্য প্রস্তাবনা পেশ করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ – আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জুলাই স্মৃতি বিষয়ক কমিটির প্রধান আব্দুল আজিজ ভূঁইয়া। তিনি গাজীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপ বাংলাদেশের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব গাজীপুর মহানগরে সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং গণমানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।


সর্বশেষ সংবাদ