নারী শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য: নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিল ছাত্রদল

ছাত্রদল
ছাত্রদল  © লোগো

ছাত্রীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। শনিবার (৯ আগস্ট) রাতে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার প্রতিনিধি ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট করে বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে পড়ে এমন অভিযোগ করেছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এ অবস্থায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। জরুরি এই নির্দেশনায় এ ধরনের ঘটনায় সংগঠনটির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জবি ছাত্রদল সদস্য সচিবের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনার ঝড়

জরুরি নির্দেশনায় বলা হয়, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দিনদিন এর গুরুত্ব ও পরিসর বাড়ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, অন্যান্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। এক্ষেত্রে সংগঠনের আদর্শ, মূলনীতি, সাংগঠনিক চর্চার সাথে সংগতিপূর্ণ আচরণ করা আবশ্যক। নানান মত ও পথের সংগঠনগুলোর সাথে আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, নানান নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে, তবে এ ধরণের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল নারীদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবসময়ই রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করি। এই বিষয়ে কেউ সংগঠনের দৃষ্টিভঙ্গির সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। 

নির্দেশনায় আরও বলা হয়, আমরা সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম জনগোষ্ঠীর পর্দার বিধানের বিষয়ে আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। বিভিন্ন শিক্ষাঙ্গনে যখন সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করা হয়েছে, আমরা বারবার তার প্রতিবাদ করেছি এবং আগামীতেও করবো। আমাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সকল বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করবেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন বলে জরুরি নির্দেশনায় বলা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence