এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ

এনসিপি ও ছাত্রদলের লোগো
এনসিপি ও ছাত্রদলের লোগো  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আজ পৃথক কর্মসূচির আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত এনসিপি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশ করবে। দেশব্যাপী পদযাত্রার সমাপ্তি টেনে এ সমাবেশে ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে দলটি।

এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। নির্বাচনী সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দিব না বরং জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত হবে। এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে।’ এছাড়া জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে।’ আজকের সমাবেশ প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, শহীদ মিনারে আমাদের জুলাই পদযাত্রার পরিসমাপ্তি হবে। নতুন বাংলাদেশের ইশতেহার হবে যেখানে এনসিপির পক্ষ থেকে আমরা রূপরেখা এবং কর্মসূচি ঘোষণা করব। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য।

অন্যদিকে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগে 'ছাত্র সমাবেশ' আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শোক ও বিজয়ের দিনে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল রাজপথের ভ্যানগার্ড হিসাবে কাজ করেছে। জুলাই-আগস্ট আন্দোলনেও ছিল অগ্রণী ভূমিকা। ওই আন্দোলনে শুধু ছাত্রদলেরই ১৪২ নেতাকর্মী শহিদ হয়েছেন। আমরা এই সমাবেশ থেকে জুলাই আন্দোলনে আত্মত্যাগ করা জাতির বীর সন্তানদের স্মরণ করব। এছাড়া এই সমাবেশ থেকে দেশ গঠনে ছাত্রসমাজকে সম্পৃক্ত করতে আহ্বান জানানোর পাশাপাশি বিগত দিনের ভোটাধিকার ফিরিয়ে আনার গণতান্ত্রিক দাবিও উঠে আসবে বলে জানান ছাত্রদল সভাপতি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেবেন জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও আহতরাও।

এছাড়া, সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী ‘জুলাই জাগরণ’ কালচারাল ফেস্টের তৃতীয় দিনের অনুষ্ঠান আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!