হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামী আন্দোলনের নেতারা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়ে দোয়া করেন ইসলামী আন্দোলনের নেতারা
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়ে দোয়া করেন ইসলামী আন্দোলনের নেতারা  © সংগৃহীত

চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।

নেতারা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!