যাবতীয় কাজ খালেছ নিয়তে সম্পাদন করতে হবে: জামায়াত আমির

২১ মে ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:০০ PM
জামায়াত আমির

জামায়াত আমির © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চট্টগ্রাম ইসলামের প্রবেশদ্বার। আরবের দাঈগণ এই অঞ্চল দিয়ে এদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। তারা শুধু মানুষকেই আপন করে নেননি, এই দেশকেও আপন করে নিয়েছিলেন। চট্টগ্রামের ঐতিহ্য হলো উদারতা ও সাহসিকতা। আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে আমাদের কারো পরোয়া না করে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে। আমাদের উপর যে গুরুদায়িত্ব এসেছে, তার ফসল আমাদেরই ঘরে তুলতে হবে। দ্বীনের যাবতীয় কাজ খালেছ নিয়তে সম্পাদন করতে হবে।

আমীরে জামায়াত আরও বলেন, দ্বীনের মৌলিক জ্ঞান অর্জনের দিকে গুরুত্ব বাড়াতে হবে। কুরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন তা জ্ঞানের প্রধান উৎস হয়। পান্ডিত্য অর্জনের জন্য নয়, বরং আমলের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেককে তার ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা নিতে হবে। আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান কামনা করতে হবে।

মঙ্গলবার (২০ মে) চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সাফা আর্কেড কমিউনিটি সেন্টার মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, শুধু জ্ঞান অর্জন নয়, কঠোর পরিশ্রমীও হতে হবে। আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কিছু দেননি, এই বিশ্বাস নিয়ে সাহসের সাথে অগ্রসর হতে হবে। আমাদের পরিসমাপ্তি যেন আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হয়।

তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা বেড়েছে; তাদের প্রত্যাশা পূরণে আমাদেরকে দায়িত্বশীলের ভূমিকা নিতে হবে। দেশ গড়ার প্রত্যয়ে বৃহৎ পরিসরে অংশগ্রহণ করতে হবে। মানুষকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জামায়াত কর্মীদেরকে দেশ গড়ার গুরু দায়িত্ব নিতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষার প্রতি মনোযোগী হতে হবে। চারিত্রিক সততা উন্নয়নের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর সাহায্য লাভের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মাওলানা মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কক্সবাজার জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ ও এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা সেক্রেটারি মনছুরুল আলম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহর স্মরণসভায় যোগ দিতে চট্টগ্রাম আসেন। সকালে বিমানবন্দরে অবতরণ করলে জামায়াত নেতারা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর বিমানবন্দর থেকে বের হয়ে সার্কিট হাউজে আসার পথে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সর্বস্তরের উৎসুখ ছাত্র শ্রমিক জনতা প্রিয় নেতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি মরহুম ডা. আ জ ম ওবায়েদুল্লাহ ও মহানগরী জামায়াতের সাবেক অফিস সম্পাদক মরহুম আবু বকর সিদ্দিকের বাসভবনে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপিকে চান ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬, অন্যদের কত?
  • ১২ জানুয়ারি ২০২৬
জোটের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9