সমাবেশে আসতে মৃত্যু, সেই কর্মীর পরিবারকে দেখতে পাবনায় জামায়াত আমির
- পাবনা প্রতিনিধি
- প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৫:২৪ PM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান। শনিবার (১৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার চর মিরকামারি গ্রামে মুস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করে জামায়াত আমির ড. শফিকুর রহমান।
এ সময় সাংবাদিক ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত ও মানবিক হিসেবে দেখতে চাই। যেখানে কোনো বৈষম্য থাকবে না, জাত, ধর্ম, দল নির্বিশেষে সব মানুষ যেখানে নিরাপত্তা পাবে, সম্মানের সঙ্গে বসবাস করবে, হিংসা-প্রতিহিংসা থাকবে না। জামায়াত একটা মজলুম দল। বাংলাদেশ সাক্ষী, বিশ্ব সাক্ষী।’
এ সময় জামাতের আমির আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘দুর্দান্ত প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা চলে গেছেন, কিন্তু কারও বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধ নেইনি। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা বিচার পাওয়া অধিকার রাখেন। তাদের আমরা সহযোগিতা করব, এটা আমাদের অঙ্গিকার। এ জন্যই আমরা বিচার চেয়েছি, সংস্কার চেয়েছি।’
এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর জিয়ারত করে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে পৌঁছান।
আরও পড়ুন: মাইলস্টোন কলেজে ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা
এরপর তিনি পার্শ্ববর্তী আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যত দিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পিছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোনো জালিমকে ভয় করে না।’
অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। অর্থ রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দেবে।’
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহসহ অনেকে।