আশুলিয়ায় জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ঢাকা জেলা ছাত্রদলের সভা
- সাভার প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৬:১৩ PM
জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া সকল ছাত্র-জনতার স্মরণে আশুলিয়ায় স্মরণসভা করেছে ঢাকা জেলা ছাত্রদল। বুধবার (১৬ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন আদর। তিনি বলেন, ‘গত বছর জুলাই ও আগস্টে একদফা দাবিতে রাজপথে নামে ছাত্র-জনতা। তখন ফ্যাসিবাদী সরকারের পুলিশ ও গুন্ডাবাহিনী হামলা চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে। আমরা সেই শহীদদের কাছে চিরঋণী। তাঁদের রক্তের বিনিময়ে আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে।’
আরও পড়ুন: আজ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ যাচ্ছে এনসিপি
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সাদ্দাম। সভা শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ গাজী সুমন, শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম সুমন, সম্রাট হোসেন রায়হান, মোজাম্মেল হক সবুজসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকা জেলা ছাত্রদলের নেতারা জানান, শহীদদের স্মরণে এমন আয়োজন অব্যাহত থাকবে এবং তাঁদের আত্মত্যাগকে আগামী আন্দোলনের শক্তি হিসেবে কাজে লাগানো হবে।