গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ  

১৬ জুলাই ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
এনসিপির ওপর হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ  

এনসিপির ওপর হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ   © টিডিসি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে ৫ টার পর থেকে‌ই শাহবাগ ব্লকেড কর্মসূচিতে অংশ নেন আন্দোলনকারীরা। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এসময় ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিপ্লবীদের এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’, ‘গোপালগঞ্জে হামলা কেন , প্রশাসন জবাব চাই’, ‘গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি’, টুঙ্গিপাড়ার গোলাপি, আর কতকাল জ্বালাবি সহ ইত্যাদি স্লোগান দেন অবরোধকারীরা।

এর আগে আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তি এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশ ব্লকেড কর্মসূচি ঘোষণা করে। 

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সেই সঙ্গে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনও আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিও…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বন্ধুর পাশে বন্ধুরা: হাসনাত আব্দুল্লাহকে ১৪ লাখ টাকার চেক
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান আসিফের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে ভ্রমণ
  • ৩১ জানুয়ারি ২০২৬