ঠিক একবছর পর সেইদিনেই আমরা গোপালগঞ্জে: সারজিস

১৬ জুলাই ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৫৬ PM
সারজিস আলম 

সারজিস আলম  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, যে ১৬ জুলাইয়ে হাসিনার নির্দেশে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে শেষ করে দিতে ৬ জন বীর সহযোদ্ধাকে প্রথম হত্যা করা হয়; ১ বছর পরে ঠিক সেদিনই আমরা ‘জুলাই পদযাত্রা’ নিয়ে গোপালগঞ্জে যাচ্ছি। বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি। 

ওই পোস্টে সারজিস আরও লেখেন,  যে ১৬ জুলাইয়ে হাসিনার নির্দেশে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে শেষ করে দিতে ৬ জন বীর সহযোদ্ধাকে প্রথম হত্যা করা হয়; ১ বছর পরে ঠিক সেদিনই আমরা ‘জুলাই পদযাত্রা’ নিয়ে গোপালগঞ্জে যাচ্ছি। এই মুহূর্তে আমরা গোপালগঞ্জ জেলায় প্রবেশ করেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আসছি গোপালগঞ্জ শহরের পৌর পার্কে। 

পোস্টে  ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’;  ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’;  ‘বিপ্লব চলমান, লড়াই হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত’; ‘ইনকিলাব জিন্দাবাদ’ ‍স্লোগান লেখেন।  

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’  কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর ধারাবাহিকতায় আজ ‘মার্চ টু গোপালগঞ্জ’  কর্মসূচিতে অংশ নিতে সেখানে পদযাত্রা শুরু করেছে দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে এ পদযাত্রাকে কেন্দ্র করে দুই দফা হামলা করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬