মাহফুজ আলম ও এনসিপিকে ধন্যবাদ জানালেন জুনায়েদ

আলী আহসান জুনায়েদ
আলী আহসান জুনায়েদ  © সংগৃহীত

‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির ঘোষণাকে চমৎকার উদ্যোগ বলে ধন্যবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। আজ বুধবার (২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি একটি স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ উপদেষ্টা মাহফুজ আলম ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির ঘোষণা দিয়েছেন- এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ধরনের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল। আশা করি, সামনে আমরা জুলাইকে ঘিরে আরও নতুন নতুন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচি দেখতে পাবো।

তিনি এনসিপি নিয়ে বলেন, এনসিপি আজ তাদের ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে। মনে হচ্ছে, তারা ভালো সাড়া পাচ্ছে। তরুণদের রাজনীতির জন্য এটি আশাব্যঞ্জক ঘটনা। জুলাই বেঁচে থাকবে তরুণদের রাজনীতির ভেতর দিয়েই, এই বিশ্বাস থেকেই এনসিপির প্রতি রইলো আন্তরিক শুভকামনা।

তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত মত জুলাইয়ের স্মৃতি মানুষের মনে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন প্রচুর কনটেন্ট, স্মরণ কর্মসূচি, গবেষণা ও সাংস্কৃতিক উদ্যোগ। যদি আমরা জুলাইকে ধরে রাখতে না পারি, তরুণদের রাজনীতির ভিত্তি দাঁড়াবে না। আজকের রাজনীতিতে যে পুরনো অভ্যাস- শক্তি প্রদর্শন, প্রশাসনিক দখল, চাঁদাবাজি, প্রতিপক্ষ দমন এসব থাকলে নতুন প্রজন্ম রাজনীতিতে টিকে থাকতে পারবে না।

চট্টগ্রামে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি অনভিপ্রেত ও নিন্দনীয়। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন আন্দোলন দমনের নামে কোনো প্রকার দমন-পীড়ন না হয়, সেটাও নিশ্চিত করা জরুরি। পুলিশের আচরণে ইতিবাচক ও গণতান্ত্রিক মানসিকতা গড়ে তুলতে হবে।


সর্বশেষ সংবাদ