ঐক্য বিভাজনের জন্য দায়ীরা সতর্ক হয়ে যান: আলী আহসান জুনায়েদ 

আলী আহসান জুনায়েদ
আলী আহসান জুনায়েদ  © ফাইল ফটো

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, ‘জুলাইয়ের যোদ্ধারা আবারও প্রয়োজনে এক হয়ে দেশ বাঁচাতে লড়বে। বাংলাদেশ জিতবে, ইনশাআল্লাহ।’ এজন্য তিনি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ঐক্য বিভাজনের জন্য দায়ীরা সতর্ক হওয়ার কথা বলেছেন।

আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য, আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ মাহফুজের

বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আলী আহসান জুনায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন।

জুনায়েদ লিখেছেন, ‘সবার আগে বাংলাদেশ। দেশ বাঁচাতে আমি ও আমরা জান দিতে রাজি। জুলাইয়ের যোদ্ধারা সারা দেশে ও ঢাকায় জান-জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সকল দল-মত-শ্রেণি-পেশা নির্বিশেষে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ছিল। ঐক্য বিভাজনের জন্য দায়ীরা সতর্ক হয়ে যান। অসতর্ক কথা বলে ঐক্য নষ্ট করে দেশকে বিপদের মুখে ফেলবেন না।’

তিনি আরও লিখেছেন, ‘জুলাইয়ের যোদ্ধারা আবারও প্রয়োজনে এক হয়ে দেশ বাঁচাতে লড়বে। বাংলাদেশ জিতবে, ইনশাআল্লাহ ‘


সর্বশেষ সংবাদ