নেত্রীকে ঘিরে কুরুচিপূর্ণ প্রচারণা: তীব্র প্রতিবাদ এনসিপির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৩:২৭ PM
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি অডিওকলকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম-আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে ঘিরে কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। বৃহস্পতিবার (১৯ জুন) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিওকল ফাঁসের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র যুগ্ম-আহ্বায়ক ডাঃ তাজনূভা জাবীনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; ইতিপূর্বে নানা সময় এনসিপি’র নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরণের অবমাননাকর প্রচারণা চালানো হয়েছে। এই ধরণের কুরুচিপূর্ণ প্রচার ও প্রোপাগান্ডা কেবল নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশ নয়; বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ দেড়যুগের গুম-খুন-ধর্ষণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নারীরা নিজেদের কর্তাসত্তাকে পুনরুদ্ধার করেছেন। সুতরাং, তাঁদের প্রতি যেকোনো ধরণের অবমাননাকর ও নিবর্তনমূলক আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ও আদর্শকে অস্বীকার করে।
দলটি অভিযোগ করে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতাকর্মীরাও এই যৌন হয়রানিমূলক প্রচারণায় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। অনেক অনলাইন মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্বও এক্ষেত্রে দায়িত্বহীনতা ও অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। একটি মূলধারার দৈনিক পত্রিকাও জনাব তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে। যা জনপরিসরে উনাকে আরো বেশি অরক্ষিত করেছে এবং উনার বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক মন্তব্যকে উস্কানি দিয়েছে।
তারা জানিয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ফলে এনসিপি’র নেতৃত্বস্থানীয় পর্যায়ে অধিক হারে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিবৃতির শেষে বলা হয়, নারীদের প্রতি এই ধরণের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইনের অব্যাহত থাকলে আগামীতে এনসিপি সকল অনলাইন-অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করবে।