ক্রাউডফান্ডিংয়ে কত টাকা অনুদান পেল এনসিপি

১১ জুন ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০১:২২ PM
এনসিপির লোগো

এনসিপির লোগো © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং উদ্যোগ ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যেও আশাতীত সাড়া পেয়েছে। গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুরু হয়েছে। 

দেশজুড়ে ৩ হাজার ২৬৫ জন নাগরিক মিলিতভাবে মোট তের লাখ একাশি হাজার আটশত দশ টাকা অনুদান দিয়েছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানান।  

এদিকে তার এ পোস্ট সংগঠনের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও শেয়ার করেছেন। কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮হাজার ২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১ লাখ ১৭হাজার ৫৯৬.৪১ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।

এস এম সাইফ মোস্তাফিজ তার পোস্টে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভাইবোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন। 

তিনি জানিয়েছেন যে, খুব শীঘ্রই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইটে (donate.ncpbd.org) অনুদান পাঠাতে পারবেন।

মোস্তাফিজ তার পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে তাদের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, জনগণের সমর্থন থাকলে এই তরুণ দল কখনো পথ হারাবে না।

ছিন্নমূলের পাশে দাঁড়িয়ে বছরের শেষ দিন উদযাপন করল ‘রূপসী শের…
  • ০১ জানুয়ারি ২০২৬
বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চিনে ফেলায় দেয়া হয় আগ…
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল,…
  • ০১ জানুয়ারি ২০২৬
যোগাযোগে দক্ষ হয়ে ওঠার ১০ কার্যকরী কৌশল
  • ০১ জানুয়ারি ২০২৬
ঢাবির স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ায় আতশবাজি…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬