তদবির-চাঁদাবাজির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী তিন নেতার পদত্যাগ

০২ জুন ২০২৫, ০১:৪৫ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:১৩ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির মুখ্য সংগঠকসহ তিন নেতা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী তিন নেতা হলেন- বরিশাল জেলার মুখ্য সমন্বয়ক হাসিবুল আলম (তুরান), যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম (আবিদ) ও সদস্য তাহসিন আহমেদ (রাতুল)। রবিবার (১ জুন) রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে কয়েকজন নেতার বিরুদ্ধে তদবির, অপকর্ম ও চাঁদাবাজির অভিযোগ তোলেন তারা। তাদের ভাষ্য, নানা কারণে সংগঠনটি গণবিরোধী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। এজন্য পদত্যাগ করছেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কারণে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সেই একই ফ্যাসিবাদ, একই বৈষম্য, একই দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সেই একই কাজকর্ম আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে দেখে যাচ্ছি বিধায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এতদিন আমরা যে সম্মানটুকু অর্জন করেছি সেটুকু ধূলিস্যাৎ হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে হাসিবুল আলম বলেন, আমাদের উচিৎ ছিল আসলে গণ-অভ্যুত্থানে যে শক্তিটা ছিল সারা বাংলাদেশের ছাত্রদেরকে  একত্রিত করে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা। এই আওয়ামী লীগ গত ১৬ বছর যে অপকর্মগুলো করে গেছে তাদের প্রতিহত করা মূলত এগুলোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। গত মাসের ১৯ তারিখ নাহিদ ইসলাম এনসিপির আহবায়ক আমাদের বরিশাল আসছিল। এনসিপি থেকে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে আমাদের বৈষম্যবিরোধীর সদস্যরা ছিল। তাকে আটকানো হয়, তার ওপর হামলা করা হয়। এটা আমার কাছে খুবই অপ্রীতিকর লাগছে। সেটা আমাদের বৈষম্যবিরোধী বরিশাল জেলার সদস্যরাই এ কাজটি করেছে।

‘‘পরে সবাইকে নিয়ে বসে বিষয়টা সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু তারা একসঙ্গে বসে আলাপ আলোচনা করতে রাজি না। কারণ তারা জানে আলাপ আলোচনা করে কোনো সমাধান হবে না। যেহেতু সমাধান করতে পারছি না, আমি একটি গুরুত্বপূর্ণ পদে থেকে, পরে আমি পদত্যাগ করতে সিদ্ধান্ত নিয়েছিলাম। যার কারণে ওই ঘটনার পরে আমার পদত্যাগপত্র আমাদের আহবায়কের কাছে জমা দেই। তখন পদত্যাগপত্র ছিঁড়ে ফেলে। বলে এখন পদত্যাগ করা যাবে না। তারা আশ্বাস দেয় বিষয়টা নিয়ে বসবে, আলোচনা করবে। কিন্তু এতদিন পর্যন্ত কিছুই হয়নি। এখনো একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। আমি আমার বক্তব্যে বলেছি যে, দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি এসব কাজে সম্পৃক্ত হয়ে গেছে। সেই একই ধারায়. একই রাজনীতি কায়েম করা এটা আসলে আমার কাম্য না।’’

তৌহিদুল ইসলাম আবিদ বলেন, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করা। কেন পদত্যাগ করেছি। আওয়ামী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যে কারণে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সেই একই ফ্যাসিবাদ, সেই একই বৈষম্য, একই দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সেই একই কাজকর্ম আমি বৈষম্যবিরোধী নেতাকর্মীদের মধ্যে দেখে যাচ্ছি বিধায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছি অবশ্যই পদত্যাগ করতে হবে। নয়তো এতদিন সম্মানটুকু অর্জন করেছি সেটুকু ধূলিস্যাৎ হয়ে যাবে।

ভেনেজুয়েলার তেল বিক্রয় ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্ত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
হাদি-বিশ্বজিত-খালেদা জিয়া ও জুলাই শহীদদের বিজয় উৎসর্গ করলেন…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে যে ৫ পদে হারল শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
দুপুরে ছাত্রদলের সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা : রাতে শোকজ
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৭ শি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুর ২১ পদের ১৬টি শিবিরের, ছাত্রদল ৪-স্বতন্ত্র ১
  • ০৮ জানুয়ারি ২০২৬