সংঘর্ষে জড়াল ছাত্রদলের দুই গ্রুপ © টিডিসি সম্পাদিত
তারুণ্যের সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। আহতদের একজন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ। বর্তমানে তিনি কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
জানা গেছে, ঢাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ চলাকালীন সময়ে সেখানে অবস্থান নেওয়া ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় তারা হাতাহাতিতে জড়ায় এবং অনেককে পানির বোতল ছুড়তেও দেখা গেছে।
এদিকে, সংঘর্ষ চলাকালীন সময়ে মূল স্টেজ থেকে নেমে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিক দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করতে দেখা গেছে। তবে এ সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতিতে জড়াতে দেখা যায়।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্যকোন দেশ, সবার আগে বাংলাদেশ। আজ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।