জুমার আগেই যমুনার সামনে যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিশাল জনসমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বড় জমায়েত হবে বলে জানা গেছে।
ইতোমধ্যে এই সমাবেশকে ঘিরে যমুনার সামনে চলমান আন্দোলনে যোগ দিতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা আন্দোলনকারীরা।
শুক্রবার (৯ মে) বেলা সাড়ে ১১টায় যমুনার সামনে এমন চিত্র দেখা যায়।
সমাবেশে যোগ দিতে জুমার নামাজের আগে যমুনার সামনে এসে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন বিজয় সরণির বাসিন্দা মাশুক। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, রাতে ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারিনি। আজ তো আর মিস করা যায় না। তাই চলে আসলাম।

ঢাকার কামরাঙ্গীরচর বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন দরজিশ্রমিক শাহেদ মিয়া। তিনি বলেন, আমার একটা ছোট দোকান আছে। আজ সবাইকে ছুটি দিয়ে আন্দোলনে চলে এসেছি।
সমাবেশস্থলে আগে থেকে আন্দোলনকারীদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বড় জমায়েতের ঘোষণা দিয়ে হাসনাত বলেন, ‘ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি ঘিরে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।