যমুনার সামনেই ফজরের নামাজ আদায় করলেন আন্দোলনকারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৫:০৮ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। এ অবস্থান কর্মসূচিতেই ফজরের নামাজ আদায় করেন তারা।
শুক্রবার (৯ মে) ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনার সামনে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করছেন আন্দোলনকারীরা। রাত পেরিয়ে ভোর হলেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ মে) আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ একাধিক সংগঠন। তাদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড এবং গলায় ছিল নানা স্লোগান। পুরো এলাকা ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে।