আ. লীগের বিষয়ে ফয়সালা হবে আজ রাতেই, রাজপথে নামার ডাক নাহিদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৬ PM
প্রাথমিকভাবে অত্যন্ত সফল ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান। এ আন্দোলনের ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তবে অনেকে মনে করছে, অভ্যুত্থানের পর দিন দিন যেন ফিকে হচ্ছে আন্দোলনের স্পিরিট। গণঅভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার শুরুই হয়নি। এ অবস্থায় ফের আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৮ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে ছাত্র-জনতাকে রাজপথে নামার ডাক দিয়েছেন নাহিদ ইসলাম। সেখানে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ফের আন্দোলনের কথা জানান।
নাহিদ ইসলাম লিখেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামীদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার যায়গা তৈরি হইছে ‘
জুলাই আন্দোলনের স্পিরিটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনীদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।’
আন্দোলনের ডাক দিয়ে তিনি আরও লিখেছেন, ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না। সবাই চলে আসুন। জুলাইয়ে সকল শক্তি, সকল শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’