কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই: রিফাত রশিদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
প্রাথমিকভাবে অত্যন্ত সফল ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান। এ আন্দোলনের ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তবে অভ্যুত্থানের পর দিন দিন যেন ফিকে হচ্ছে আন্দোলনের স্পিরিট। এ অবস্থায় জুলাই গণঅভ্যুত্থান সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।
বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করেছেন রিফাত রশিদ। তাতে তিনি আন্দোলন ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন।
রিফাত রশিদ লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তাহলে আমি মরে যাওয়ার আগে এটলিস্ট ওই অল্প কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই। যারা (অন্তত ওই একজন) ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকেই বিক্রি করে দিয়েছেন।’
রিফাত রশিদ কাকে কালপ্রিট বা বেইমান বলেছেন, অবশ্য তা উল্লেখ করেননি। তার স্ট্যাটাস নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। আলোচনা করছেন কেন ব্যর্থ হওয়ার পথে জুলাই গণঅভ্যুত্থান।