করিডোর ইস্যুতে সরকারের সিদ্ধান্তের সমালোচনা মির্জা ফখরুলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য করিডোর তৈরির সিদ্ধান্তের সমালাচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য হিউম্যানিটারিয়ান প্যাসেজ চালুর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের সিদ্ধান্ত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়া উচিত ছিল।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা আর যুদ্ধ দেখতে চাই না।
মির্জা ফখরুল বলেন, এ দেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে এমপি নেই, সমস্যা হলে কার কাছে যাবেন। স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না। এজন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটা হউক, নির্বাচনটাও হউক।
তিনি আরো বলেন, নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার। এই কাজগুলো যদি আমরা না করতে পারি, তাহলে হবে না। আমরা আশা করবো, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা বলেছে যে, নির্বাচন ডিসেম্বর থেকে থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি এভাবে না বলে পরিষ্কার করে বলেন- নির্বাচনটা কখন হবে, রোডম্যাপ দেন। রোডম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে।