চর দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে © টিডিসি ফটো

পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে এ ঘটনা ঘটে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুলিবিদ্ধরা হলেন, পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) ও আলম (২৭)। এদের মধ্যে গুরুতর আহত পিল্লু ও ছুবাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা সবাই বিএনপি সমর্থক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর এতদিন দখল করে রেখেছিল আওয়ামী লীগের সমর্থক কর্মীরা। ৫ আগস্টের পর তারা পলাতক ছিল। পহেলা বৈশাখ থেকে ডিগ্রির চর সরকার থেকে লিজ নেন আকাত আলী শেখ। পলাতক থাকা আওয়ামী লীগ সমর্থকরা মাঝে মধ্যেই নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল।   

পরে শুক্রবার সকালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী নিয়ে ডিগ্রির চর নিজেদের দখলে নিতে যান বিএনপি সমর্থক আকাত আলী শেখ। এ সময় পাশের কলাবাগানের ভেতর থেকে আওয়ামী লীগ সমর্থক মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অস্ত্র দিয়ে এই হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় ৪ জন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।’

তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage