খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল
আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল  © টিডিসি

খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) সকাল সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ মিছিল হয়। গত বছরের ৫ আগস্টের পর খুলনায় এটাই জেলা আওয়ামী লীগের ব্যানারে প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। 

এরই মধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ৫ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনলাইন যোগাযোগমাধ্যম ‘টেলিগ্রামে’ সংলাপ অনুষ্ঠিত হয়। সে নির্দেশনা অনুসারে আজ সকালে জিরো পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: সন্ধ্যা হলেই মাদকসেবীদের দখলে তিতুমীর কলেজসংলগ্ন ওভারব্রিজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, একদল নেতাকর্মী ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ওই বিক্ষোভ থেকে স্লোগান দেওয়া হয়, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’।

এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।


সর্বশেষ সংবাদ