আওয়ামী লীগের হামলায় আহত ২ © সংগৃহীত
গাইবান্ধা সদর উপজেলায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সাহাপাড়া ইউনিয়নের নান্দিয়া গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুই জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় দাওয়াতি গণসংযোগ কর্মসূচি চলছিল। কর্মসূচির অংশ হিসেবে নান্দিয়া গ্রামে দলীয় কর্মীরা সংযোগ চালিয়ে যাচ্ছিলেন। এ সময় সাহাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে বাধা দেন। বাধা উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়ায় উত্তপ্ত পরিস্থিতিতে হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন জামায়াত কর্মী শিপন মণ্ডল ও তার ছোট ভাই স্বপন মণ্ডল, যাঁরা দুজনেই সাহাপাড়া ইউনিয়নের নান্দিয়া গ্রামের বাসিন্দা। শিপন মণ্ডল স্থানীয় ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলায় তার কানে গভীর আঘাত লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে ৬টি সেলাই দিতে হয়।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদর উপজেলা শাখার নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, “এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। আওয়ামী লীগ গণতান্ত্রিক কার্যক্রমে বারবার বাধা দিচ্ছে।” তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়নি। একাধিকবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গাইবান্ধায় গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি সুন্দরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন।