গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে রাজশাহী কলেজে শিবিরের পতাকা উত্তোলন

রাজশাহী কলেজে ছাত্রশিবিরের পতাকা উত্তোলন
রাজশাহী কলেজে ছাত্রশিবিরের পতাকা উত্তোলন  © টিডিসি

গাজায় চলমান ভয়াবহ ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।

আজ বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান মাসুম ও সেক্রেটারি মো. মোশাররফ হোসেন মাহদী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহকারী অফিস সম্পাদক হাফেজ শাহিনুল ইসলাম।

পতাকা উত্তোলন শেষে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘ফিলিস্তিনে ইজরায়েলি সেনাবাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ছাত্রশিবির নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। আজকের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এ মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সবাই যেন একতাবদ্ধ হয়।’

আরও পড়ুন: এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে যে নিষেধাজ্ঞা জারি করল ডিএমপি

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহকারী অফিস সম্পাদক হাফেজ শাহিনুল ইসলাম বলেন, ‘ইসরায়েল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে। অথচ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা চাই অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমেই আমরা তাদের বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টি করতে পারি। বিশ্বব্যাপী এমন উদ্যোগ নিলে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন কেবল সময়ের ব্যাপার হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence