স্বপ্নযাত্রার ‘স্বাবলম্বী প্রকল্প’ ঈদে দরিদ্র পরিবারে নতুন আশার আলো

০৯ এপ্রিল ২০২৫, ০১:২১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অটোভ্যান বিতরণ

অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অটোভ্যান বিতরণ © সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে দরিদ্র পরিবারের মুখে ঈদের আগে হাসি ফোটাল স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা। ঈদ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ‘স্বাবলম্বী প্রকল্প’-এর অংশ হিসেবে বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অটোভ্যান বিতরণ করা হয়।

গত ৩১ মার্চ সোলাদানা ইউনিয়নের ১৯ নম্বর পাটকেলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় স্বপ্নযাত্রার বার্ষিক সভা। সভার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এ মানবিক সহায়তা কার্যক্রম। স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে শুধু ঈদের খাদ্যসামগ্রী দিয়েই সীমাবদ্ধ থাকেনি সংগঠনটি, বরং স্বাবলম্বী হয়ে উঠতে সহায়তা করতে উপহার হিসেবে তুলে দিয়েছে অটোভ্যান।

উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ ও পরিকল্পিত। প্রথমে ইউনিয়নের ছয়টি গ্রাম থেকে দরিদ্র পরিবারের আবেদন আহ্বান করা হয়। এরপর একটি বিশেষ জরিপ ফর্মের মাধ্যমে প্রতিটি আবেদনকারীর পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সংগঠনের পক্ষ থেকে গঠিত হয় একটি জুরি বোর্ড, যারা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সর্বসম্মতিতে উপকারভোগী নির্ধারণ করেন।

অটোভ্যান পাওয়া উপকারভোগী মো. জাহিদ হোসেন বলছিলেন, আমার বাবা মানসিকভাবে অসুস্থ, ছোট সন্তানটি প্রতিবন্ধী। পরিবারের দায়িত্ব আমার কাঁধে। আমি নিজে লিভারের জটিল রোগে আক্রান্ত হলেও পরিবার চালাতে ইটভাটায় কাজ করি—যা একরকম মৃত্যুকে আলিঙ্গনের শামিল। প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়া খুব কঠিন। আজ এই অটোভ্যান পেয়ে আমি কিছুটা স্বস্তি অনুভব করছি। স্বপ্নযাত্রার এমন মহতী উদ্যোগ আমাকে স্বাবলম্বী হতে সহায়তা করবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

স্বপ্নযাত্রার এমন ব্যতিক্রমধর্মী ও মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটির সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। স্বপ্নযাত্রার স্বাবলম্বী প্রকল্প যেন শুধুই ঈদের আনন্দ নয়, বরং হতাশা পেরিয়ে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহসও।

বাবাকে ‘আইডল’ মানলেও অনুকরণে নারাজ নবিপুত্র
  • ১২ জানুয়ারি ২০২৬
সজীব গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকার ফার্মগেট
  • ১২ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9