একটি দলকে সুবিধা দিতে নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ইশরাক

ইশরাক হোসেন
ইশরাক হোসেন  © সংগৃহীত

কোনো একটি দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য জাতীয় নির্বাচন পেছানোর যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার (২৩ মার্চ) বিকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

ইশরাক বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেটা কিন্তু এখনও আমরা পাইনি। সেজন্য আমাদের লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। যদি প্রয়োজন হয়, আমাদের দেশ নায়ক তারেক রহমান যদি নির্দেশ দেয়, আবারও আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবুও এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। 

তিনি আরও বলেন, জনগণ যাকেই ভোট দিবে তাকেই আমরা মেনে নিব। সেটা  নতুন পার্টি, পুরান পার্টি, এ পার্টি, বি পার্টি যাই হোক।  কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে আসতে হবে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এরপর যে দীর্ঘ মেয়াদি সংস্কার আছে সেটি তারা বাস্তবায়ন করবে।


সর্বশেষ সংবাদ