গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খুলনা মহানগর ছাত্রশিবিরের মানববন্ধন

ছাত্রশিবিরের প্রতিবাদ সমাবেশ
ছাত্রশিবিরের প্রতিবাদ সমাবেশ  © টিডিসি

মঙ্গলবার (১৮ মার্চ) গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয় কয়েক শ নিরস্ত্র ফিলিস্তিনি। এ হত্যার প্রতিবাদে আজ বুধবার (১৯ মার্চ) খুলনা নগরীর শিববাড়ী মোড়ে বেলা দুইটায় প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা মহানগর ছাত্রশিবির।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, পবিত্র রমজান মাসে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি শিশু ,নারী ও সাধারণ ফিলিস্তিনি বাসিন্দাকে অন্যায়ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।অবিলম্বে এ হত্যার কারণে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করতে হবে।


সর্বশেষ সংবাদ