নৌকা পেতে মনোনয়ন জমা দিলেন বিএসএমএমইউ অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর

মনোনয়ন জমা দিলেন বিএসএমএমইউ অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর
মনোনয়ন জমা দিলেন বিএসএমএমইউ অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর   © টিডিসি ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ। 

অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ ছাত্রজীবন থেকেই ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে এসে স্বাধীনতা চিকিৎসা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য। 

বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলটেশন বিভাগে অধ্যাপনা করছেন। এছাড়া বিএসএমএমইউর প্রক্টরের (২০১৮-২০২১) দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম ইংরেজিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কবিতার বই প্রকাশ করেছেন। 

অধ্যাপক ড: সৈয়দ মোজাফফর আহমেদ এর পিতা মাহবুব উদ্দিন আহমেদ একজন স্কুল শিক্ষক ছিলেন। সেজো ভাই মোসাদ্দেক আহমেদ স্বাধীনতা পরবর্তী সময়ে থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

২০০৭ সালে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজম সেলে কারারুদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নিয়মিত চিকিৎসা করেছেন তিনি।  

এছাড়া অধ্যাপক ডা: সৈয়দ মোজাফফর আহমেদ তার নির্বাচনী এলাকার বিড়ালদহ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি। পরিচালক, হাইটেক স্পেশালাইজড হাসপাতাল, রাজশাহী সহ  পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসেসিয়েশন অব রাজশাহী (পুসার), রাজশাহী স্টুডেন্ট অ্যাসেসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় (রাসা) ও গোলাম রসুল স্মৃতি গ্রন্থাগারের  উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence