অপথ্যালমোলজিস্ট পাওয়ার তালিকায় স্থান পেলেন বাংলাদেশী আভা হোসেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৮:৪২ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২১, ০৮:৪২ AM
অধ্যাপক আভা হোসেনকে বিশ্বব্যাপী ১০০ জন প্রভাবশালী মহিলা অপথ্যালমোলজিস্ট পাওয়ার তালিকায় ১৪ তম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার এমন অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বারডেম হাসপাতালের সহযোগী অধ্যাপক ফেরদৌস আখতার জোলি।
তিনি বলেন, অপথ্যালমোলজিতে বাংলাদেশকে বিশ্ব নেতা হিসেবে দেখা আমাদের জন্য অনেক বড় গর্ব। আভা হোসেন অপথ্যালমোলজিস্ট বাংলাদেশের প্রথম মহিলা সভাপতি এবং 60 বছরের যাত্রায় এশিয়া প্যাসিফিক একাডেমী অফ অপথ্যালমোলোজির প্রথম মহিলা সভাপতি। এছাড়াও তিনি এপিএও এর সহ সভাপতি এবং এপিএও এর চেয়ারপারসনসহ WIO এর স্থায়ী কমিটিতেও ছিলেন তিনি। তার এই অর্জন আমাদের গর্বিত করেছে এবং মহিলা অপথ্যালমোলজিস্টকে এগিয়ে যেতে আরো অনুপ্রাণিত করবে ।