জীবনের ঝুঁকি নিয়ে ২ ইহুদি শিশুকে বাঁচালেন মুসলিম নারী

২৬ নভেম্বর ২০১৯, ০৯:২৮ PM

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একটি কম্যুউটার ট্রেনে দুই ইহুদি শিশুকে মানসিকভাবে নির্যাতন করছিলেন খ্রিস্টান এক ব্যক্তি। বগিতে থাকা অন্য সবাই হতভম্বের মতো তাকিয়ে থাকলে তাদের সাহায্যে এগিয়ে আসেন এক মুসলিম নারী। তার নাম আসমা শুয়েইখ।

আর এ ঘটনাটির ভিডিও ধারণ করেন ক্রিস অ্যাটকিন্স নামের আরেক যাত্রী। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই ইহুদি শিশুকে বাইবেল থেকে অনুচ্ছেদ পাঠ করে শোনাচ্ছিলেন। এ সময় লোকটি তাদের সঙ্গে অত্যন্ত উগ্রভাবে আচরণ করছিলেন। এতে শিশু দুইটি ভয়ে কান্না করছিল।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার আকস্মিকতায় ওই বগির সবাই হতভম্ব হয়ে পুরো ঘটনাটি দেখছিলেন। কিন্তু কেউ ওই লোকটিকে থামাতে এগিয়ে আসার সাহস দেখাচ্ছিলেন না। অবশেষে ইহুদি শিশু দুটিকে বাঁচাতে এগিয়ে যান হিজাব পরিহিত আসমা শুয়েইখ।

পরে ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। আর কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। সাহসিকতার জন্য অনেকেই আসমার প্রশংসা করেছেন।

এ ব্যাপারে আসমা বলেন, সবাই যদি এগিয়ে আসতো, তবে আমাকে ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে হতো না। কিন্তু দুই সন্তানের মা হিসেবে আমি বুঝি, নিপীড়িত শিশু দুটি কী অসহনীয় মূহুর্ত পার করছিল। এমন পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারেন না। আমি বুঝতে পারছিলাম, তখনই কিছু একটা করতে হবে, নয়তো পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে।

এদিকে ভিডিও ফুটেজ দেখে ওই খ্রিস্টান নিপীড়ককে শনাক্ত করেছে লন্ডন পুলিশ। পরে গত রোববার তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও ওই ব্যক্তির পরিচয় গোপন রেখেছে তারা।

আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬