নেলসন ম্যান্ডেলার মৃত্যুবার্ষিকী আজ, তাঁর ১০ উক্তি যা জীবন বদলে দিতে পারে

০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
নেলসন ম্যান্ডেলা

নেলসন ম্যান্ডেলা © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুবার্ষিকী আজ, ৫ ডিসেম্বর। মানবতার এই মহান নেতার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই, দক্ষিণ আফ্রিকার এম্ভেজে গ্রামে। বর্ণবাদবিরোধী সংগ্রামের দায়ে তৎকালীন শ্বেতাঙ্গ শাসকগোষ্ঠী তাঁকে কারাগারে বন্দী করে। দীর্ঘ ২৭ বছরের কারাজীবনের মধ্যে ১৮ বছর তাঁকে কাটাতে হয় কুখ্যাত রোবেন দ্বীপের নির্জন সেলে।

বর্ণবাদের অবসান ঘটিয়ে বহুবর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন নেলসন ম্যান্ডেলা। তাঁর অবদানকে সম্মান জানিয়ে জাতিসংঘ তাঁর জন্মদিন ১৮ জুলাইকে ঘোষণা করে ‘ম্যান্ডেলা দিবস’ হিসেবে। মানবাধিকার রক্ষায় অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ ২০১৪ সাল থেকে চালু করে ‘নেলসন ম্যান্ডেলা পুরস্কার’। শান্তির প্রতীক এই নেতা ১৯৯৩ সালে ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালের ৫ ডিসেম্বর পৃথিবী হারায় নেলসন ম্যান্ডেলাকে, যিনি ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের আইকন, শান্তিতে নোবেলজয়ী এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

দীর্ঘ সংগ্রামী জীবনে ম্যান্ডেলা অসংখ্য অনুপ্রেরণামূলক বাণী রেখে গেছেন, যা আজও মানুষের হৃদয়ে আলো জ্বালে। নিচে তাঁর কিছু প্রেরণাদায়ী উক্তি তুলে ধরা হলো:


১.
বিভিন্ন সমস্যা কিছু মানুষকে ধ্বংস করে দেয় আবার অন্যদের গড়ে তোলে। যে মানুষ চেষ্টা অব্যাহত রাখে, তার আত্মাকে কেটে ফেলার মতো যথেষ্ট ধারালো কোনো কুঠার নেই; আশার মতো অস্ত্র যার কাছে আছে, সে শেষ পর্যন্ত টিকে থাকবে।

২.
কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময়ই অসম্ভব মনে হয়।

৩.
স্বাধীন মনের অধিকারী বন্ধুদের আমি পছন্দ করি। কারণ, তারা বিভিন্ন সমস্যাকে সব রকমের দৃষ্টিকোণ থেকে দেখতে আপনাকে সহায়তা করে।

৪.
একটি ভালো মস্তিষ্ক এবং একটি ভালো হৃদয় সব সময়ই একটি দুর্দান্ত সম্মিলন।

৫.
প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়।

৬.
বিশ্বকে বদলে দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রটি আপনি ব্যবহার করতে পারেন, তার নাম শিক্ষা।

৭.
আমি শিখেছি, উৎসাহ মানে ভয়ের অনুপস্থিতি নয় বরং ভয়ের বিরুদ্ধে জয়। সাহসী ব্যক্তি তিনি নন, যিনি ভয় পান না; বরং তিনিই সাহসী, যিনি ভয়কে জয় করেন।

৮.
মুক্তি মানে কেবল একজনের শৃঙ্খল ছুড়ে ফেলা নয়, বরং অন্যদের সম্মান ও মুক্তি নিশ্চিত করে, এমন জীবনযাপন।৯.
পেছন থেকে নেতৃত্ব দিন এবং অন্যদের ভাবতে দিন যে তারাই সামনে রয়েছে।

১০.
আমার সাফল্য দিয়ে আমাকে বিচার করবেন না, আমাকে বিচার করুন কতবার আমি ব্যর্থ হয়েছিলাম এবং আবার উঠে দাঁড়িয়েছিলাম তা দিয়ে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9